Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Population and Housing Census-2021
Details

একটি বিশেষ বিজ্ঞপ্তি :

জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে নিয়োগপ্রাপ্ত তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজারদের পারিতোষিক/ সম্মানী মোবাইল ব‍্যাংকিং/বিকাশের মাধ্যমে প্রদান করা হবে। তাই যাদের বিকাশ একাউন্ট সচল নেই তারা অতিসত্বর সচল করে নিবেন। আর যাদের বিকাশ একাউন্ট খোলা নেই তারা অতি দ্রুত বিকাশ একাউন্ট খুলে নিবেন।

অফিসে দেওয়া মোবাইল নম্বর টি কারো পরিবর্তিত হয়ে থাকলে নতুন বিকাশ একাউন্ট সম্বলিত মোবাইল নাম্বার টি অফিসে দিয়ে আসবেন।

যাদের ভাই-বোন বা আত্মীয়-স্বজন এই শুমারিতে অংশ নিবেন তাদেরকে তথ‍্যটি জানিয়ে দিবেন।

এ সম্পর্কে আরও জানতে উপজেলা পরিসংখ্যান অফিসে যোগাযোগ করতে পারেন।

বিশেষ দ্রষ্ট‍ব‍্য: শুমারির লিস্টং অপারেশন নভেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে।

উপজেলা পরিসংখ্যান অফিস, মুক্তাগাছা, ময়মনসিংহ।

Images
Attachments
Publish Date
03/10/2020