'জনশুমারি ও গৃহগণনা ২০২১' প্রকল্পের আওতায় শুমারিকর্মীদের (তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার) পারিতোষিক/সম্মানী মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রদান সংক্রান্ত বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেডের সাথে 'জনশুমারি ও গৃহগণনা ২০২১' প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বিকাশ (bKash)-এর মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড বাস্তবায়ন করবে। যেসকল শুমারিকর্মীর প্রদত্ত নম্বরে বিকাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নেই অথবা থাকলেও সচল নেই, তাদেরকে বিকাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার জন্য অনুরোধ করা হলো। সচলকরণে প্রয়োজনবোধে বিকাশ এজেন্টগণের সহযোগিতা নেয়া যাবে।
তালিকাকরণ কার্যক্রমের তারিখ চূড়ান্ত হলে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
নির্বাচিত শুমারিকর্মীদের (তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার) কেউ দায়িত্ব পালনে অপারগ হলে অথবা অন্য কোথাও চাকরিরত হলে লিখিতভাবে ' উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ' বরাবর অব্যাহতির আবেদন করতে হবে। অব্যাহতির আবেদনপত্র এই অফিসে হার্ডকপি আকারে অথবা shawkat1983@gmail.com এই ইমেইলে সফটকপি আকারে জমা দেয়া যাবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS