Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পরিকল্পনা মন্ত্রণালয়

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ

উপজেলা পরিসংখ্যান অফিস

মুক্তাগাছা, ময়মনসিংহ।

bbs.muktagacha.mymensingh.gov.bd

 

এক নজরে মুক্তাগাছা উপজেলা

নাম করণের ইতিহাসঃ

মুক্তাগাছার রাজ পরবিার ও ভূ-স্বামীদের প্রতষ্ঠিাতা পুরুষ শ্রীকৃষ্ণ আর্চায্য চৌধুরী ১৭২৭ সালে নবাব মুর্শিদকুলি খাঁর অনুগ্রহ লাভ করনে। তিনি জমিদারী সদর দপ্তর বিনোদবাড়ীতে স্থাপন করনে। পলাশীর যুদ্ধরে পরপরই আনুমানিক ১৭৬০ সালে শ্রীকৃষ্ণ আর্চায্য চৌধুরীর পর ছেলে রামরাম, হরেরাম, বিষ্ণুরাম ও শিবরাম এ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করনে।

তাদের পূর্ব-পুরুষগণ ছিলেন বগুড়ার অধবিাসী। কথিত আছে, শ্রীকৃষ্ণ আর্চায্য চৌধুরী জমিদারিত্ব নিয়ে এ এলাকায় আসার সময় মুক্তারাম কর্মকার নামের এক দরিদ্র প্রজা পিতলের সুবৃহৎ একটি দ্বীপধার (গাছা) দিয়ে তাকে অভিনন্দন জানায়। রাজা খুশি হয়ে এক সময়ের বিনোদবাড়ি মুক্তারামের নামের সঙ্গে প্রদত্ত গাছার সঙ্গতি রেখে এ এলাকার নাম দেন মুক্তাগাছা।

ভৌগলিক পরিচিতি: 

পরিচয়ঃ 

মুক্তাগাছা বাংলাদেশের ময়মনসিংহ জেলার  অন্তর্গত একটি উপজেলা। মুক্তাগাছা ময়মনসিংহ জেলার পশ্চিমে অবস্থিত । মুক্তাগাছা মণ্ডার জন্য সুপ্রসিদ্ধ । মুক্তাগাছার এই মন্ডা শুধু বাংলাদশে নয় পৃথিবী খ্যাত। জমিদাররা  ঊনবিংশ শতাব্দীতে ময়মনসিংহ শহরের উন্নয়নের জন্য বিশেষ অবদান রেখেছেন । তারা নানান সময় নানান প্রাসাদ তৈরি করেন যা আজও টিকে রয়েছে।

 অবস্থান, আয়তন  ও লোকসংখ্যাঃ 

ময়মনসিংহ শহর থেকে মুক্তাগাছা উপজেলা সদরের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার। উপজলোর মোট আয়তনঃ ৩১৪.৭০ বর্গ কিলোমিটার। এই উপজেলায় ইউনিয়নের সংখ্যা ১০ টি ও পৌরসভা ০১ টি মৌজার সংখ্যা ২৬১ টি, গ্রামের সংখ্যা ২৮৩ টি । ২০১১ সালের আদম শুমারী রিপোর্ট অনুযায়ী উপজেলার মোট জনসংখ্যাঃ ৪,১৫,৪৭৩ জন। তন্মধ্যে  পুরুষঃ ২,০৬,৬৪৭ জন ও মহলিাঃ ২,০৮,৮২৬ জন । জনসংখ্যার ঘনত্ব: ১৩২০ জন প্রতি বর্গ কিলোমিটারে । স্বাক্ষরতার হারঃ ৪৩.৫% ।

 সীমানা: 

উত্তরে ময়মনসিংহ সদর ও জামালপুর সদর উপজেলা, দক্ষিণে ফুলবাড়ীয়া উপজেলা, পূর্বে ময়মনসিংহ সদর ও ফুলবাড়ীয়া উপজেলা, পশ্চিমে মধুপুর ও জামালপুর সদর উপজেলা অবস্থতি ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা পরিসংখ্যান অফিস

মুক্তাগাছা, ময়মনসিংহ।

bbs.muktagacha.mymensingh.gov.bd

 

উপজেলার প্রতিষ্ঠা বিষয়ক তথ্যাবলীঃ

১। উপজেলা প্রতিষ্ঠিত হয়ঃ ১৪/০৯/১৯৮৩ খ্রি:।

২। পৌরসভা প্রতিষ্ঠিত হয়ঃ ০১/০৭/১৮৭৮ খ্রি:।

৩। থানা প্রতিষ্ঠিত হয়ঃ ১৯৬১ খ্রি:

৪। মুক্তাগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন  প্রতিষ্ঠিত হয়ঃ ০৪ জুলাই, ১৯৮০ খ্রি.

 

উপজেলার আয়তন সংক্রান্ত তথ্যাবলীঃ

 

১। উপজেলার আয়তনঃ ৭৭,৭৬৪ একর (আদমশুমারি-২০১১ অনুযায়ী)

                            ৩১৪.৭০ বর্গ কিলোমিটার

                           ১২১.৫১ বর্গ মাইল।

২। ভূমির আয়তন    : ২৮২.৩৫ ব. কি.মি. (২০১১ এর হিসাব অনুযায়ী)

৩। সরকারী বনভূমি/সংরক্ষিত বন : ৭৬৪৫.০৬ একর/ ৩০.৯৫ ব. কি.মি.। (২০১১ এর হিসাব অনুযায়ী)

৪। নদী                : ১.৪০ ব. কি.মি. (২০১১ এর হিসাব অনুযায়ী)

৫। পৌরসভার আয়তন : ১১.৯৯ বর্গ কি.মি.

৬। পৌরসভার মৌজার সংখ্যা : ১৫ টি।

৭। পৌরসভার শ্রেণি  : ‘ক’

৮। জেলা সদর হইতে উপজেলা পরিষদের দূরত্বঃ ১৬ কি.মি.

৯। ইউনিয়নের সংখ্যা           : ১০ টি। (আদমশুমারি-২০১১)

১০। ইউনিয়নের ওয়ার্ড সংখ্যা: ০৯ টি করে (প্রতি ইউনিয়নে)।

১১। পৌরসভার সংখ্যা : ০১ টি। (আদমশুমারি-২০১১)

১২। পৌরসভার ওয়ার্ড সংখ্যা : ০৯ টি। (আদমশুমারি-২০১১)

১৩। মহল্লার সংখ্যা : ২১ টি। (আদমশুমারি-২০১১)

১৪। মৌজার সংখ্যা  : ২৬১ টি। (আদমশুমারি-২০১১)

১৫। গ্রামের সংখ্যা   : ২৮৩ টি। (আদমশুমারি-২০১১)

১৬। খানার সংখ্যা   : ৯৬,৬৫৭ টি। (আদমশুমারি-২০১১)

১৭। পরিবার সংখ্যা : ৯৬,৬৪৭ টি। (আদমশুমারি-২০১১)

 

উপজেলার জনসংখ্যা সংক্রান্ত তথ্যাবলীঃ

০১। মোট জনসংখ্যা: ৪,১৫,৪৭৩ জন। (আদমশুমারি-২০১১)

    ক) পুরুষ          : ২,০৬,৬৪৭ জন। (আদমশুমারি-২০১১)

    খ) মহিলা         : ২,০৮,৮২৬ জন। (আদমশুমারি-২০১১)

০২। পুরুষ-মহিলা অনুপাত : ৯৯:১০০ (আদমশুমারি-২০১১)

০৩। জনসংখ্যার ঘনত্ব : ১৩২০ জন প্রতি বর্গ কিলোমিটারে। (আদমশুমারি-২০১১)

০৪। জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার : ১.২৫ %(আদমশুমারি-২০১১)

    [বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার সমগ্র বাংলাদেশ ১.৩৭%, ২০১১ সালে ছিল ১.৪৭% ]

০৫। দারিদ্রের হার    : সর্বনিম্ন ২৩.৯% এবং সর্বোচ্চ ৪৩.৩% (২০১০ এর হিসাব অনুযায়ী)।

                         জাতীয় ২৩.২%(২০১৬ এর হিসাব অনুযায়ী)।

 

উপজেলার ধর্মভেদে জনসংখ্যা সংক্রান্ত তথ্যাবলীঃ

০১। মুসলমান        : ৩,৯৫,৯২৬ জন (আদমশুমারি-২০১১)

০২। হিন্দু              : ১৮,৭৬৬ জন (আদমশুমারি-২০১১)

০৩। বৌদ্ধ             : ৪ জন। (আদমশুমারি-২০১১)

০৪। খ্রিস্টান           : ৭১৩ জন। (আদমশুমারি-২০১১)

০৫। অন্যান্য          : ৬৪ জন। (আদমশুমারি-২০১১)

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা পরিসংখ্যান অফিস

মুক্তাগাছা, ময়মনসিংহ।

bbs.muktagacha.mymensingh.gov.bd

 

উপজেলার ধর্মীয় স্থাপনা সংক্রান্ত তথ্যাবলীঃ

০১। মসজিদ          : ৭২৮ টি । ( ২০১১ এর হিসাব অনুযায়ী)

০২। ঈদগাহ          : ১২১ টি ।  ( ২০১১ এর হিসাব অনুযায়ী)

০৩। মন্দির           : ২১ টি ।  ( ২০১১ এর হিসাব অনুযায়ী)

০৪। গীর্জা             : ০১ টি ।  ( ২০১১ এর হিসাব অনুযায়ী)

০৫। প্যাগোডা        : ০ টি ।  ( ২০১১ এর হিসাব অনুযায়ী)

 

উপজেলার জলাভূমি, বন্যা ও সাইক্লোন শেল্টার, স্টেডিয়াম এবং পার্কের সংখ্যা-২০১১ অনুযায়ীঃ

পুকুর

দিঘি

প্রবাহিত নদী

বন্যা আশ্রয় কেন্দ্র/ক্যাম্প

ঘূর্ণিঝড়/সাইক্লোন শেল্টার

স্টেডিয়াম/খেলার মাঠ

পার্ক/বিনোদন পার্ক

ইউনিয়ন তথ্য কেন্দ্র

15,684

02

03

0

0

169

0

10

 

উপজেলার খামার, হাট/ বাজার, এবং ব্যবসায়িক কার্যক্রমের সংখ্যা-২০১১ অনুযায়ীঃ

গ্রোথ সেন্টার

হাট/বাজার

হাঁস-মুরগির খামার

গবাদি পশুর খামার

নার্সারি

হর্টিকালচার কেন্দ্র

ইটের ভাটা

ডেকোরেটর সার্ভিস

05

25

62

81

94

01

12

45

 

উপজেলার ভূমির ব্যবহার ( অস্থায়ী ফসলাধীন জমির ক্ষেত্রে)-২০০৮ অনুযায়ীঃ

০১। মোট জমির পরিমান       : ৭৭,৭৬৪ একর।

ক) এক ফসলী জমি             : ৫২০ একর।

খ) দুই ফসলী জমি              : ৪৮,৬৪২ একর।

গ) তিন ফসলী জমি                         : ৯,৮৯০ একর।

ঘ) পতিত জমি                   : ২৭৯ একর।

 

উপজেলার কৃষি জমির ধরণ অনুযায়ী জমির আয়তন- ২০০৮ (একরে) অনুযায়ীঃ

উঁচু জমি

মাঝারি জমি

নিচু জমি

মোট জমি

৫,৬২২ একর

৪৫,৫৫৪ একর

৫,০৬১ একর

৫৬,২৩৭ একর

 

উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্যাবলী - ২০১১ অনুযায়ীঃ

০১। স্বাক্ষরতার হার :

            ক) পুরুষ : ৪৫.০

            খ) মহিলা : ৪২.০

            গড় স্বাক্ষরতার হার : ৪৩.৫০

০২। সরকারী প্রাথমিক বিদ্যালয় : (১০১+৫৭) = ১৫৮ টি। ( সংশোধিত)

০৩। প্রাইভেট (নন-রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয় : ০৫ টি।

০৪। কেজি (কিন্ডার গার্টেন) স্কুল : ২২ টি।

০৫। এনজিও স্কুল : ৩৩ টি।

০৬। সরকারি মাধ্যমিক স্কুল : নাই।

০৭। বেসরকারি মাধ্যমিক স্কুল : (৪৩ + ১) = ৪৪ টি। ( সংশোধিত)

০৮। সরকারি কলেজ : ০১ টি।

০৯। বেসরকারি কলেজ : ০৩ টি।

১০। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মাদ্রাসার সংখ্যা : ২৬ টি

১১্। কওমী মাদ্রাসা : ৩১ টি।

১২। এবতেদায়ী মাদ্রসা : ৪০ টি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা পরিসংখ্যান অফিস

মুক্তাগাছা, ময়মনসিংহ।

bbs.muktagacha.mymensingh.gov.bd

 

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক তথ্যাবলী - ২০১১ অনুযায়ীঃ

০১। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স : ০১ টি।

ক) শয্যার সংখ্যা : ৫০ টি।

            খ) ডাক্তার সংখ্যা : ১৯ জন।

            গ) নার্স সংখ্যা    : ১২ জন।

            ঘ) টেকনিশিয়ান  : ৩৫ জন।

ঙ) অন্যান্য কর্মচারী : ১০৪ জন।

 

০২। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা নাসিং হোম : ০৩ টি।

ক) শয্যার সংখ্যা : ১৫ টি।

            খ) ডাক্তার সংখ্যা : ১০ জন।

            গ) নার্স সংখ্যা    : ০৭ জন।

            ঘ) টেকনিশিয়ান  : ১৭ জন।

ঙ) অন্যান্য কর্মচারী : ২০ জন।

 

০৩। ডায়াগনষ্টিক সেন্টার : ০৪ টি।

            ক) ডাক্তার সংখ্যা : ০৭ জন।

            খ) নার্স সংখ্যা    : ০ জন।

            গ) টেকনিশিয়ান  : ০৮ জন।

ঘ) অন্যান্য কর্মচারী : ১২ জন।

 

০৪। মিশনারী হাসপাতাল এবং দাতব্য চিকিৎসালয় : ০২ টি।

            ক) ডাক্তার সংখ্যা   : ০২ জন।

খ) অন্যান্য কর্মচারী : ০৪ জন।

 

০৫। চিকিৎসকের সংখ্যা (যারা প্রাইভেট প্র্যাকটিস করেন)-( ২০১১ এর হিসাব অনুযায়ী)

মোট ডাক্তার

এম,বি,বি, এস/এফসিপিএস

প্যারামেডিকস/ সমমান

ইউনানী/ আয়ুর্বেদিক

হোমিওপ্যাথী

৪৯

২৫

১২

০৭

০৫

 

০৬। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা : ১০ টি।

০৭। কমিউনিটি ক্লিনিকের সংখ্যাঃ ৪২ টি। (চালু আছে)

 

০৮। পরিবার ও পরিকল্পনায় নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের সংখ্যা (আদমশুমারি-২০১১):

 

ক) থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (TFPO): ০১ জন।

খ) পরিবার পরিকল্পনা সহকারী (FPA) : ০১ জন।

গ) মেডিকেল অফিসার (M.O)           : ০২ জন।

ঘ) পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI ): ০৮ জন।

ঙ) থানা পরিবার পরিকল্পনা সহকারী (TFRPA ): ০৩ জন।

চ) পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV ): ১৪ জন।

ছ) পরিবার কল্যাণ সহকারী (FWA) : ৬৭ জন।

জ) দাই/ধাত্রী (SBA )         : ০ জন।

ঝ) টিকাদান কেন্দ্র সংখ্যা       : ৯,৮৯৩ টি।

 

ভোটার সংক্রান্ত তথ্যাবলীঃ

                        উপজেলায় মোট ভোটার সংখ্যা- ৩,০৬,৫২৫ জন।

                        পুরুষ ভোটার : ১,৫৪,১৮৭ জন।

                        মহিলা ভোটার : ১,৫২,৩৩৮ জন।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা পরিসংখ্যান অফিস

মুক্তাগাছা, ময়মনসিংহ।

bbs.muktagacha.mymensingh.gov.bd

           

ডাকবাংলো/রেষ্ট হাউজঃ

 

জেলা পরষিদ ডাকবাংলো – ০১ টি

পল্লী বদ্যিুৎ সমিতি রেষ্ট হাউজ  - ০১ টি

বিএডিসি রেষ্ট হাউজ  - ০১ টি

বিআরডিবি রেষ্ট হাউজ  - ০১ টি

আঞ্চলিক  সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট  রেষ্ট হাউজ  - ০১ টি

 

মৎস্য সর্ম্পকীয় তথ্যাবলীঃ

 

মোট পুকুরের সংখ্যা - ১৪০৮৪ টি (আয়তনঃ ২১৬৬ হেক্টর)।    

সরকারী পুকুরের সংখ্যা – ৩৪ টি (আয়তনঃ ২৮.৭৫ হেক্টর)।

বেসরকারি পুকুরের সংখ্যা – ১৪০৫০ টি (আয়তনঃ ২১৩৭.২৫ হেক্টর)।

প্রাতষ্ঠিানকি পুকুররে সংখ্যা – ১৭ টি (আয়তনঃ ৩.৭৫ হেক্টর)।

বিলের ও প্রধান প্রধান প্লাবন ভূমির সংখ্যা – ১২ টি

নদীর সংখ্যা – ০৩ টি (সুতিয়া, বানার ও আয়মন)।

বেসরকারি মৎস্য হ্যাচারীর সংখ্যা – ৩৭ টি

বেসরকারি  মৎস্য নার্সারির সংখ্যা – ৩০ টি 

 

পশু সম্পদ সর্ম্পকীয় তথ্যাবলীঃ

পশু হাসপাতাল – ০১ টি

কৃত্রিম প্রজনন কেন্দ্র ও পয়েন্ট- ০৪ টি

গাভীর খামার – ১৪০ টি

ছাগলের খামার – ১১ টি

ভেড়ার খামার – ০১ টি

পোল্ট্রি খামার – ১৮৮ টি

হ্যাচারী – ০১ টি

 

যোগাযোগ ব্যবস্থা সর্ম্পকীয় তথ্যাবলীঃ       

সড়ক ও জনপথবিভাগের পাকা রাস্তা -  ৪৪.০০ কি.মি.

এলজিইডি বিভাগের পাকা রাস্তা – ২৩৬ কি.মি.

হেরিং বন বনড (এইচ,বি,বি) রাস্তা - ১.৫৪  কি.মি.

কাঁচা রাস্তা – ৮৮৬ কি.মি.

 

কৃষি ও সেচ সর্ম্পকীয় তথ্যাবলীঃ

মোট কৃষি জমি - ২৪,০৯১ হেক্টর।

এক ফসলী জমি – ১,৮২৬ হেক্টর।

দুই ফসলী জমি - ১৮,৮৩০ হেক্টর।

তনি ফসলী জমি - ৩,৪০০ হেক্টর।

সেচাধীন জমি – ১৮,২৫০ হেক্টর।

গভীর নলকুপরে সংখ্যা - ৫১৩ টি

অগভীর নলকূপের সংখ্যা - ১৬৭৭ টি 

পাওয়ার পাম্প সংখ্যা - ২১২ টি

বিএডিসি বীজ র্বধন খামার- ০১ টি

বিএডিসি বীজ  গুদাম - ০১ টি

কৃষি ব্লকের সংখ্যা - ৩১ টি

বি,আই,সি সার ডিলার - ১১ জন।

কৃষি পরিবারের সংখ্যা- ৫৮,৫৩৪ টি

ভূমিহীন পরিবারের সংখ্যা- ১১,৯৪৮ টি

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার                                                                                      উপজেলা পরিসংখ্যান অফিস                                                                                        মুক্তাগাছা, ময়মনসিংহ।

bbs.muktagacha.mymensingh.gov.bd

                                           

ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা, খানার সংখ্যা ও আয়তন:

ক্রমিক নং

ইউনিয়ন/ পৌরসভার নাম

মোট খানার সংখ্যা

মোট জনসংখ্যা

পুরুষ

মহিলা

আয়তন (একরে)

দুল্লা

৮৮১০

৩৬০৫৪

১৭৮৪৭

১৮২০৭

১০৩২৮

বড়গ্রাম

৮০১৭

৩৪০০১

১৬৯৮৯

১৭০১২

৭২৯০

তারাটি

৯৩১৮

৪১৫১৪

২১০৮০

২০৪৩৪

৭৮৬০

কুমারগাতা

৭৭৪১

৩৪৯০৩

১৭৪৮৯

১৭৪১৪

৫৯৪৭

বাঁশাটি

৮৯৬৫

৩৮০৯৮

১৮৯২৯

১৯১৬৯

৬৬২০

মানকোন

৯২৭২

৩৯৩১১

১৯৪৩৯

১৯৮৭২

৭৪৬০

ঘোগা

৬৮১৫

২৮১২০

১৩৯৬৯

১৪১৫১

৭০০৩

দাঁওগাঁও

৯২৩২

৩৮৮৩০

১৯০৩২

১৯৭৯৮

৭৫৭৯

কাশিমপুর

৮৬৪১

৩৮৩৫০

১৯২৬৭

১৯০৮৩

৭৪১৩

১০

খেরুয়াজানী

৮৬৫৭

৩৬৩৭৭

১৭৪৭৯

১৮৮৯৮

৭১০৩

১১

পৌরসভা

১১১৮৯

৪৯৯১৫

২৫১২৭

২৪৭৮৮

৩১৬১

সর্বমোট=

৯৬৬৫৭

৪১৫৪৭৩

২০৬৬৪৭

২০৮৮২৬

৭৭৭৬৪